ফ্রান্সের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। এদের অধিকাংশই প্রাপ্তবয়স্ক। আজ শুক্রবার ভোরে লিবোউর্নে শহরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। ফ্রান্সের পুলিশ বলেছে, এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, বাসটিতে ৪৯ জন যাত্রী ছিল। নিহতদের বেশিরভাগ ছিল বাসের যাত্রী। এ ঘটনায় নিহত অপরজন ট্রাক চালক। তিনি জানান, সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। ফলে বাসটির ভেতরে যারা ছিলো তার অবসরভোগী ও শারীরিকভাবে অক্ষম। তাই বাসটির ভেতরে আগুন ধরে গেলে যাত্রীরা বাসের দরজা জানালা ভেঙে বাইরে বের হয়ে আসতে পারেনি।