অসৌজন্যমূলক আচরণের কারণে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আম্পয়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক’ আচরণ করায় ডু প্লেসিসকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে আজ শুক্রবার আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
আইসিসির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচের ১৫তম ওভারে অক্ষর প্যাটেলর বলে আম্পায়ার তাকে কট-আউটের সিদ্ধান্ত দিলে ডু প্লেসিস অশোভন আচরণ করেন।’
বিবৃতিতে আরো জানানো হয়, ৩১ বছর বয়সী প্লেসিস তার দোষ স্বীকার করেন এবং আচরণবিধি ভঙ্গ করায় তাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়।
বৃহস্পতিবারের এ ম্যাচে ৩৫ রানে জয়ী হয়ে পাঁচ ওয়ানডেতে ২-২ সমতা ফিরিয়ে আনে স্বাগতিক ভারত।