রোনালদোর সঙ্গে কোনো দ্বৈরথ নেই মেসির

রোনালদোর সঙ্গে কোনো দ্বৈরথ নেই মেসির

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সামর্থ্যরে প্রতিদ্বন্দ্বিতা পুরো ফুটবল বিশ্বকেই 9দুভাগে ভাগ করে ফেলেছে। কিন্তু মেসি নিজে রোনালদোর সঙ্গে কোনো দ্বৈরথ রয়েছে বলে মনে করেন না।
ব্যক্তি হিসেবে গত এক দশক ধরে ফুটবল বিশ্ব শাসন করছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ সাতটি ফিফা বর্ষসেরা এই দুই জন ভাগাভাগি করে নিয়েছেন এবং ফুটবলের প্রায় সব রেকর্ড এই দুইজনের পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে। এবারের ব্যালন ডি অরটি বার্সেলোনাকে ট্রেবল জেতাতে প্রধান ভূমিকা পালন করা মেসিই জিতবেন বলে ধরে নেওয়া হচ্ছে। তবে লিওনেল মেসি মনে করেন না যে তিনি বা রোনালদো একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে খেলেন। বরং দলের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা করার চেষ্টা করেন তিনি। ইয়াহু স্পোর্টসের সঙ্গে একটি বিশেষ সাক্ষাতকারে মেসি বলেন, এটা অন্য মানুষেরা বলে। আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে নিজেকে তুলনা করি না এবং মনে করি সেও আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেনা। আমি সব সময় আমার দলের জন্য যেটা সবচেয়ে ভালো সেটা করার চেষ্টা করি।
২১ নভেম্বর লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকো এবং এর আগের সপ্তাহে ১৩ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ। তবে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরতে চান মেসি। তিনি বলেন, একজন খেলোয়াড়ের কাছে ইনজুরিটা অনেক বেশি দুঃখজনক। তবে এটিকে গ্রহণ করতেই হবে। কারণ এটি খেলারই অংশ। ইনজুরিতে থাকা অবস্থায় সকল খেলোয়াড়েরই লক্ষ্য থাকে ভালোভাবে সুস্থ হওয়া। আমারও এখন একই লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শতভাগ সুস্থ হয়েই মাঠে ফিরে আসা।

Featured খেলাধূলা