আগামী ৩০ মার্চ ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১১তম সার্ক বাণিজ্য ও ট্যুরিজম মেলা, ২০১২। সার্কভুক্ত আটটি সদস্য দেশ ছাড়াও মেলায় ১০টি পর্যবেক্ষক দেশ অংশ নেবে।
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশিস বোস এটা জানান। বাণিজ্যমন্ত্রী জিএম কাদের ও ট্যুরিজম বোর্ডের সিইও উপস্থিত ছিলেন।
দক্ষিণ এশিয়ায় আমদানি-রফতানিকারকদের মধ্যে ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে বিভিন্ন বাণিজ্যিক সেবা দেওয়া এই মেলার লক্ষ্য।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত মেলায় ৩০০টি স্টল থাকবে। এর মধ্যে পর্যটন খাতের জন্য থাকবে ৫০টি স্টল, বাংলাদেশ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর জন্য থাকবে ১০০টি, পর্যবেক্ষক দেশগুলোর জন্য ২০টি ও বাংলাদেশের জন্য ১৩০টি স্টল।
মেলা চলার সময় ছয়টি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হবে।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। সার্ক বাণিজ্য ও পর্যটন মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলার আয়োজক হচ্ছে, রফতারি উন্নয়ন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
মেলায় অংশ নিতে যাওয়া ১০টি পর্যবেক্ষক দেশ হচ্ছে, যুক্তরাষ্ট্র, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, ইরান, মরিশাস, অস্ট্রেলিয়া, জাপান, চীন, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন।
সার্কভুক্ত আটটি দেশ হচ্ছে, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।