ইরাকে ১ মাসে কলেরায় আক্রান্ত ১৬শ

ইরাকে ১ মাসে কলেরায় আক্রান্ত ১৬শ

ইরাকে কলেরার প্রাদুর্ভাব ঘটেছে। গত এক মাসে দেশটিতে প্রায় ১৬শ মানুষ কলেরায় আক্রান্ত 12হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটিতে মানবিক পরিস্থিতি ক্রমেই খারাপ হতে শুরু করেছে। প্রায় ৮৬ লাখ মানুষের বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রয়োজন। দেশটিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস বুধবার জানিয়েছে, পানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিস্কার পানি সরবরাহের ক্ষেত্রে ক্লোরিনের ঘাটতির কারণেই কলেরার প্রাদুর্ভাব আরো বেড়ে গেছে।
আজ বৃহস্পতিবার কমপক্ষে ৫৪ টি কেস সনাক্ত করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত প্রায় ১৬শ মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ব্যাবিলনের ৪০ ভাগ মানুষই কলেরায় আক্রান্ত। দেশটিতে কলেরার প্রকোপ কমাতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে জাতিসংঘ। কেননা সময় মত কোনো সঠিক ব্যবস্থা গ্রহণ করা না গেলে কলেরার প্রকোপ আরো বাড়বে।

Featured আন্তর্জাতিক