গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া নতুন বাজার এলাকায় সোলার সিরামিকস লিমিটেড নামক একটি কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। একাধিকবার তারিখ দিয়েও শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ না করার প্রতিবাদে শ্রমিকরা আজ বৃহস্পতিবার সকালে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এ প্রতিবেদন লেখার সময় দুপুর আড়াইটার দিকেও শ্রমিকরা বিক্ষোভ করছিলো।
কারখানার শ্রমিক আবুল কালাম জানান, সরকারের ঘোষণা অনুযায়ী ঈদের ছুটির আগে সেপ্টেম্বর মাসের বেতন ও ঈদ বোনাস কারখানা কর্তৃপক্ষ পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ কেবল ঈদ বোনাস দিয়ে ছুটি দেয়। ঈদের ছুটির পর কারখানা খুললে শ্রমিকরা আগের দাবির কথা আবারো জানান। পরে কর্তৃপক্ষ অক্টোবর মাসের ৭তারিখে সেপ্টেম্বরের পুরো মাসের বেতন দেয়ার আশ্বাস দেন। কিন্তু ৭অক্টোবরেও তাদের বেতন দেয়া হয়নি। শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেপ্টেম্বরের বেতন চাইতে গেলে কারখানার উৎপাদন ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক ও ফ্লোর ইনচার্জ আব্দুল মালেক তাদের সাথে দুর্ব্যবহার করেন। এতে শ্রমিকরা কর্মবিরতি এবং কারখানার অভ্যন্তরে বিক্ষোভ শুরু করেন।
কারখানার শ্রমিক শফিকুল ইসলাম জানান, সেপ্টেম্বরের বেতন ছাড়াও, কারখানার বাইরে যাওয়ার গেইট পাস ও প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ১০-১৫ তারিখে দেয়ার দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। কারখানার মহা-ব্যবস্থাপক (জিএম) মোশারফ হোসেন জানান, ২৫ অক্টোবরের মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বরের বেতন পরিশোধের আশ্বাস দিলে কিছু শ্রমিক তাদের কর্মবিরতি প্রত্যাহার করলেও কিছু শ্রমিক কাজে ফিরেনি।