আজ মহাঅষ্টমীতে কুমারী পূজা

আজ মহাঅষ্টমীতে কুমারী পূজা

আজ শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী। কুমারী পূজা মহাষ্টমীতে মূল আর্কষণ। এই কুমারীরা 1দেবী দূর্গা মা রূপ নেয়। তাই সনাতন ধর্মের অনুসারীরা খুব উচ্ছ্বাসের মধ্য দিয়ে কুমারী পূজা পালন করে। এবার কুমারীর শাস্ত্রীয় নাম রাখা হয়েছে মালিনী। দুর্গার অঙ্গরূপে অনুষ্ঠিত হয়ে থাকে এই পূজা। ইতিমধ্যে দেশের সকল পূজা মন্ডপে কুমারী পূজার প্রস্তুতি নেয়া হয়েছে।
দুর্গা মাতৃভাবের প্রতীক আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এ পূজার মূল লক্ষ্য। শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। দেশের বিভিন্ন স্থানসহ প্রতিবছর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন করা হয়ে থাকে। মহাষ্টমী শুরু হবে বিহিত পূজা দিয়ে। দুপুরে কুমারী পূজা শেষে অঞ্জলি প্রদান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

Featured বাংলাদেশ