ধর্ম নিয়ে বাড়াবাড়ি সরকার বরদাশত করবে না : ভূমিমন্ত্রী

ধর্ম নিয়ে বাড়াবাড়ি সরকার বরদাশত করবে না : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধর্ম নিয়ে 6কারো বাড়াবাড়ি করার সুযোগ দেবে না। তিনি বলেন, সরকার ধর্ম নিয়ে বাড়াবাড়ি বরদাশত করবে না। তিনি গতরাতে রাজধানীর বাংলাবাজার হরিশচন্দ্র বসু স্ট্রিটে (বোবা স্কুল) সার্বজনীন দুর্গোৎসব সমিতির শ্রী শ্রী দুর্গাসপ্তমী অনুষ্ঠান পরিদর্শন শেষে হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশে এ কথা বলেন।
মন্ত্রী সার্বিক আইন-শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে পুলিশ প্রশাসনের কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন। পরে মন্ত্রী পূঁজামন্ডপ কমিটির অন্যতম সদস্য শ্যামল পাল, সীমা সাহা ও ড. কমল কুমার সাহাকে সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন। বাংলাবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি শ্যামল পাল, সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত গোস্বামী, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সীমা সাহা, ঢাকা ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আরিফ হোসেন ও বিশ্ব শান্তি মিশন বাংলাদেশ’র চেয়ারম্যান ড. কমল কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার একথা বলা হয়।
ভূমিমন্ত্রী বলেন, শান্তি, সৌহার্দ্য ও স¤প্রীতির বার্তা নিয়ে সারাবিশ্বে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। সত্য, ন্যায় ও সুন্দরের পথে দেশের শান্তিপ্রিয় মানুষ সহাবস্থান করছে। তিনি বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠানাদি সকলে সঠিকভাবে পালন করার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক রয়েছে। তিনি জাতীয় উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান।

Featured বাংলাদেশ