আসছে ১০ নতুন ব্যাংক!

আসছে ১০ নতুন ব্যাংক!

সরকার দশটি নতুন ব্যাংক অনুমোদন দিচ্ছে। ইতোমধ্যেই সরকার ব্যাংকগুলোর তালিকা বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়েছে। খুব শিগগিরই বাংলাদেশ ব্যাংক প্রস্তাবিত ব্যাংকগলোর নামে লাইসেন্স ইস্যুর উদ্যোগ গ্রহণ করবে।

অর্থ মন্ত্রণালয় বাংলানিউজকে এটি নিশ্চিত করেছে। যারা লাইসেন্স পাচ্ছেন তাদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সমর্থক।

সূত্র বাংলানিউজকে সোমবার জানায়, বাংলাদেশ ব্যাংক প্রাথমিক বাছাইয়ের পর সরকারের বিবেচনার জন্য ১৬টি ব্যাংকের একটি তালিকা পাঠিয়ে ছিলো অর্থ মন্ত্রণালয়ে। সরকার এর মধ্যে ১০টি ব্যাংককে লাইসেন্স দিতে সুপারিশ করেছে।

লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। তারপরও সরকারের ইচ্ছার বাইরে যাবে না বাংলাদশ ব্যাংক।

রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের লাইসেন্স দেওয়া বাংলাদেশে নতুন কিছু নয়। অতীতেও রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের লাইসেন্স প্রদান করার দৃষ্টান্ত রয়েছে।

বিএনপি’র নেতারাও ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, এনসিসি ব্যাংকসহ আরো কিছু ব্যাংকের লাইসেন্স নিয়েছেন।

সূত্র জানায়, প্রথম দিকে সরকার ৫টি ব্যাংক অনুমোদন দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছিলো। কিন্তু, আবেদনকারীদের প্রত্যেকেই ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তি ও সমর্থক। দলের শীর্ষ পর্যায়ে এক ধরনের রফা হয়েছে বলেই এর লাইসেন্স দেওয়া হচ্ছে।

নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে সরকার। বাংলাদেশ ব্যাংকও এ নিয়ে মুখ খুলছে না। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সংশ্লিষ্ট যুগ্ম সচিবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটি বাংলাদেশ ব্যাংকের বিষয়।

অর্থ বাণিজ্য