নিরাপত্তাহীনতায় ভারত ছাড়ছেন ওয়াসিম-শোয়েব

নিরাপত্তাহীনতায় ভারত ছাড়ছেন ওয়াসিম-শোয়েব

উগ্রবাদী হিন্দু সংগঠন শিবসেনার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়ে হামলার ফলে 16নিরাপত্তা সমস্যার কারণে ভারত ত্যাগ করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ‘স্টার স্পোর্টস‘এর ধারাভাষ্যে কাজ করতেন এ তারকারা।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যকার আলোচনাকে কেন্দ্র করে চরম বিরোধীতা করে আসছে ভারতীয় রাজনৈতিক দল শিব সেনা।
সাবেক পাকিস্তান অধিনায়ক আকরামের এজেন্ট আরসালান হাইদার নিশ্চিত করেছেন, চেন্নাইয়ে চতুর্থ ওয়ানডের পর ২৩ অক্টোবর ভারত ত্যাগ করবেন সাবেক দুই তারকা। এদিকে ইতোমধ্যে পাকিস্তানি আম্পায়ার আলিমদারকে ভারত-প্রোটিয়া সিরিজ থেকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বো”চ এ সং¯’াটির এক বিবৃতিতে জানানো হয়, মুম্বাইয়ে বিসিসিআইয়ের কার্যালয়ের কর্মকা-ের পর আমরা আলিমকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি শাহরিয়ার খান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহরের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মুম্বাইয়ে বিসিসিআইয়ের কার্যালয়ে শিবসেনা সদস্যরা আকস্মিক ভাবে ঢুকে পড়ে।

Featured খেলাধূলা