লাফার্জ গ্রুপ চেয়ারম্যান ঢাকায় আসছেন বুধবার

লাফার্জ গ্রুপ চেয়ারম্যান ঢাকায় আসছেন বুধবার

ফ্রান্সের লাফার্জ গ্রুপের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রুনো লাফন্ট এক আনুষ্ঠানিক সফরে বুধবার ঢাকায় আসছেন।

বাংলাদেশে ভ্রমণকালে তিনি লাফার্জ সুরমা সিমেন্ট লি. (এলএসসি) -এর ব্যবসায়িক এবং কৌশলগত দিকগুলো নিয়ে পর্যালোচনা করবেন। এছাড়াও তিনি সুনামগঞ্জের ছাতকে লাফার্জ সুরমা সিমেন্টএর কারখানা পরিদর্শন করবেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ব্রুনো লাফন্ট হউটেস এটুডেস কমার্শিয়ালেস বিজনেস স্কুল (এইচইসি ১৯৭৭, প্যারিস) এবং একোল ন্যাশোনালে ডি’ অ্যাডমিনিস্ট্রেশন (ইএনএ ১৯৮২, প্যারিস) থেকে স্নাতক করেন।

তিনি লাফার্জে ১৯৮৩ সালে তার কর্মজীবন শুরু করেন এবং তার দীর্ঘ কর্মজীবনে তিনি ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল অপারেশনস এ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি ফাইন্যান্স -এর গ্রুপ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব লাভ করেন এবং পরবর্তীতে ১৯৯৮ সালে জিপসাম ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্রুনো লাফন্ট ২০০৩ সালের মে মাস থেকে ২০০৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত গ্রুপের জেনারেল ম্যানেজমেন্ট এ চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৬ সাল থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৭ সালে চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

ব্রুনো লাফন্ট বর্তমানে ইআরটি (ইউরোপিয়ান রাউন্ডটেবিল অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট)-এর এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ গ্রুপের সভাপতিত্ব করছেন।

এছাড়াও তিনি চীনের চংকুইং শহরের মেয়রের বিশেষ উপদেষ্টা, ইপিই ফ্রেঞ্চ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ইডিএফ এর পর্ষদ সদস্য এবং আরসেলোরমিত্তাল এর পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

৭৮টি দেশে ৭৮,০০০ কর্মচারী সম্বলিত লাফার্জ গ্রুপ নির্মাণ সামগ্রী শিল্পে পৃথিবীতে শীর্ষস্থান অধিকারী। ২০১০ সালে লাফার্জকে পৃথিবীর সবচেয়ে টেকসই ১০০টি প্রতিষ্ঠানের তালিকায় অধিভুক্ত করা হয়েছে এবং এ সময় পর্যন্ত লাফার্জ গত ৬ বছর টানা এই তালিকায় স্থান পেয়ে আসছে।

লাফার্জ গ্রুপ লাফার্জ সুরমা সিমেন্ট-এর প্রধান পৃষ্ঠপোষকদের একটি।

অর্থ বাণিজ্য