ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে বাদ দেয়ারও অনুরোধ জানিয়ে রাণী ২য় এলিজাবেথের কাছে চিঠি লিখেছেন এক মার্কিন তরুণ। রাণীকে লেখা চিঠিতে ওই মার্কিন নাগরিক আমেরিকায় ব্রিটিশ শাসন ফিরিয়ে আনার জন্যও অনুরোধ জানান। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিরক্ত ওই তরুণের দাবি, মার্কিন-মসনদে বসার যে লম্বা প্রার্থী তালিকা, তাতে আমেরিকাবাসী বিরক্ত।
সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ পরিবেশনকারী ওয়েবসাইট রেডিট-এ রাণী এলিজাবেথ ও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সম্বোধন করে ওই তরুণ লিখেছেন, আমেরিকার জনগণের পক্ষে আমি বিনীতভাবে আপনাদের শাসনে ফিরিয়ে নেয়ার অনুরোধ জানাচ্ছি। এটা পরিষ্কার যে, আমাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ আমাদের হাতে নেই। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আমেরিকাকে আপনাদের উপনিবেশ করে নিন। রানী কিন্তু এই ব্রিটিশভক্তের অনুরোধকে কৌতুক হিসেবে দেখেননি। তিনি চিঠির উত্তর দিয়েছেন এবং বিনীতভাবেই এ প্রস্তাব প্রত্যাখান করেছেন।
রাণীর পক্ষে তার উপ যোগাযোগ সমন্বয়ক চিঠিটি লিখেছেন। এতে বলা হয়, সম্প্রতি আমেরিকান সরকারের বিষয়ে নিজস্ব মতামত জানিয়ে রানীর কাছে আপনি যে চিঠি লিখেছিলেন আমাকে তার জবাব দিতে বলা হয়েছে। আপনার মতামতটি লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চিত কোনো স্বাধীন রাষ্ট্রের বিষয়ে রাণীর হস্তক্ষেপ করার প্রশ্নই আসে না। রাণী অবশ্য সবিনয়ে জানিয়ে দিয়েছেন, এমন আবদার রক্ষা করা তার পক্ষে সম্ভব নয়।