প্রাক্তন সেনাপ্রধানকে এনএসএ নিয়োগ করছে পাকিস্তান

প্রাক্তন সেনাপ্রধানকে এনএসএ নিয়োগ করছে পাকিস্তান

দেশের প্রাক্তন সেনাপ্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এন এস এ) নিয়োগ করতে চলেছে 5পাকিস্তান। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই খবর।
লেফটেন্যান্ট জেনারেল নাসির খান জুনজুয়া, যিনি চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন, পাকিস্তানের এনএসএ নিযুক্ত হচ্ছেন। পাক প্রেসিডেন্ট নওয়াজ শরিফ আগামী সপ্তাহেই যখন আমেরিকা সফরে যাবেন, নাসির খানই তাকে সঙ্গত দেবেন।
বর্তমানে সারতাজ আজিজ পাকিস্তানের এনএসএ। সেনা সূত্রে খবর, আজিজের মনঃসংযোগের অভাব দেখা গিয়েছে। তাই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজিজকে বিদেশমন্ত্রনালয়ের কোনও একটি পদের দায়িত্ব দেওয়া হতে পারে।
পাক সেনা সূত্রে আরও খবর, শরিফের সঙ্গে দেশের সেনাবাহিনীর কর্তাদের সম্পর্ক বিশেষ ভাল নয়। তাই শরিফকে তার পছন্দ মত এনএসএ-র সঙ্গে আমেরিকার মত গুরুত্বপূর্ণ বিদেশ সফরে যেতে দেওয়া যাবে না। সেই কারণেই নতুন এনএসএ নিয়োগ। এই সফরে পরমাণু চুক্তি মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

Featured আন্তর্জাতিক