টাইফুন কপ্পুতে মৃত ২, ঘরছাড়া ১৬,০০০

টাইফুন কপ্পুতে মৃত ২, ঘরছাড়া ১৬,০০০

টাইফুন কপ্পুর আঘাতে ফিলিপাইনে গতকাল রবিবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মৃত ২। 6অন্তত ১৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। খবর এবিসি নিউজ।
ঝড়ের ফলে সমুদ্র তীরবর্তী এলাকায় ১২ ফুট পর্যন্ত উঁচু পর্যন্ত ঢেউ দেখা দিয়েছে। গতকাল রবিবার টাইফুনটি লুজোন দ্বীপের কাছে কাসিগুরান শহরে আঘাত হানে। কপ্পুর আঘাতের ফলে আগামী তিনদিন মুষলধারে বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বন্যা এবং ভূমিধ্বসেরও আশংকা করা হচ্ছে।
উত্তর-পূর্বাঞ্চলীয় লুজনে অন্তত ১৬,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ২০১৩ সালে ফিলিপাইনে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ৬৩০০ জনেরও বেশি মানুষ মারা যায়।
টাইফুন কপ্পু প্রায় ৬৫০ কিলোমিটার বিস্তৃত এবং ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসে এদিন সকালে। তার উপর টাইফুনটি এগোচ্ছে খুব ধীরগতিতে। ঘণ্টায় ৩ কিলোমিটার গতিবেগে। টাইফুনটির ধীরগতির ফলে দীর্ঘসময় ধরে তীব্র বৃষ্টিপাত হবে বলে আশংকা করা হচ্ছে।

Featured আন্তর্জাতিক