মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। গত জুলাইয়ে ইরানের সঙ্গে ৬ জাতিগোষ্ঠীর সই করা পরমাণু সমঝোতা, যৌথ চূড়ান্ত কর্মপরিকল্পনা বা জেসিপিওএ অনুযায়ী এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওবামা রবিবার বলেন, ওয়াশিংটনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তব করতে আমেরিকার আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।
ইরানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু সমঝোতাকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন দেওয়ার ৯০ দিনের মধ্যেই এই নির্দেশ দিলেন ওবামা। অবশ্য ওবামা আরও বলেছেন, জেসিপিওএ অনুযায়ী ইরানের নিজ প্রতিশ্রুতি পালনের বিষয়টি মার্কিন বিদেশমন্ত্রী নিশ্চিত করার পরই নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হবে। সমঝোতা বাস্তবায়ন হতে আরো কয়েক মাস সময় লাগবে।