ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) প্রেসিডেন্ট নির্বাচনের পর বিনিয়োগকারীরা বাজারমুখী হয়েছে। আর এর প্রভাবও পরেছে ডিএসই’র লেনদেনে। গত ৪৮ কার্যদিবস পর মঙ্গলবার ডিএসইর লেনদেন সাড়ে ৫শ’ কোটি টাকা ছাড়ালো।
জানা যায়, ৮ জানুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ৬১৪ কোটি টাকা। এর পর সাড়ে ৫শ’ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে মঙ্গলবার। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৭৫ কোটি টাকা।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে, ডিএসই’র লেনদেন ৫শ’ কোটি টাকা ছাড়িয়েছে ১৩ কার্যদিবস পার। ১ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৩৫ কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছে, ডিএসই’র নতুন প্রেসিডেন্টের ওপর বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। তাই তারা এখন বাজারমুখী। ফলে বাজারে লেনদেন বৃদ্ধি পাচ্ছে।