৪৮ কার্যদিবস পর ডিএসইর লেনদেন সাড়ে ৫শ’ কোটি

৪৮ কার্যদিবস পর ডিএসইর লেনদেন সাড়ে ৫শ’ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) প্রেসিডেন্ট নির্বাচনের পর বিনিয়োগকারীরা বাজারমুখী হয়েছে। আর এর প্রভাবও পরেছে ডিএসই’র লেনদেনে। গত ৪৮ কার্যদিবস পর মঙ্গলবার ডিএসইর লেনদেন সাড়ে ৫শ’ কোটি টাকা ছাড়ালো।

জানা যায়, ৮ জানুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ৬১৪ কোটি টাকা। এর পর সাড়ে ৫শ’ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে মঙ্গলবার। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৭৫ কোটি টাকা।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, ডিএসই’র লেনদেন ৫শ’ কোটি টাকা ছাড়িয়েছে ১৩ কার্যদিবস পার। ১ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৩৫ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছে, ডিএসই’র নতুন প্রেসিডেন্টের ওপর বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। তাই তারা এখন বাজারমুখী। ফলে বাজারে লেনদেন বৃদ্ধি পাচ্ছে।

অর্থ বাণিজ্য