‘শিশু নির্যাতন করে কেউ পার পাবে না’ নিজস্ব প্রতিবেদক

‘শিশু নির্যাতন করে কেউ পার পাবে না’ নিজস্ব প্রতিবেদক

শিশু নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 9বলছেন, “শিশু নির্যাতন করে কেউ পার পাবে না।”

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “দেশে পরপর বেশ কয়েকটি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।” এ ধরনের খারাপ প্রবৃত্তি থেকে বেরিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

কৈশোরের দুরন্তপনায় সবার মধ্যমণি হয়ে থাকা শিশুটি বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫১ বছর। বেঁচে থাকলে দেখতে কেমন হতো শেখ রাসেলের মুখ, সে প্রশ্নের উত্তর আজ আর কারো জানা নেই। তাই হাজারো শিশুর মাঝেই ছোট ভাইয়ের ছবি খুঁজে বেড়ান বড় বোন শেখ হাসিনা।

আপ্লুত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য দেশকে নিরাপদ করে গড়ে তুলতে চান তিনি। যাতে রাসেলের পরিণতি আর কাউকে বরণ করতে না হয়।

শেখ হাসিনা বলেন, “অনেক চড়াই উৎরাই পার করে রাসেল সহ বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আর আগামী দিনের শিশুদের জীবন নিরাপদে রাখতে এই বিচার হওয়া দরকার ছিল।”

পরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত দাবা, চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

Featured বাংলাদেশ