অটিজম বিষয়ে বুধবার পুতুলের সংবাদ সম্মেলন

অটিজম বিষয়ে বুধবার পুতুলের সংবাদ সম্মেলন

বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় অ্যাডভাইজরি কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল বুধবার অটিজম বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন মিলনায়তনে বিকাল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অনেক দিন ধরেই অটিজম নিয়ে কাজ করছেন।

শিশু মনোবিজ্ঞানী সায়মা ওয়াজেদ পুতুলের অটিজম নিয়ে কর্মকাণ্ড ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপ্তি ঘটেছে।

বাংলাদেশসহ সারাবিশ্বে অটিজম শিশুর সমস্যা সমাধান, তাদের যত্ন ও চিকিৎসা নিয়ে তিনি কাজ করছেন।

তার এই কর্মকাণ্ড আলোচিত হয়ে ওঠে গত বছরের ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত অটিজম বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের মধ্য দিয়ে।

ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।

ওই সম্মেলন আয়োজনে পুতুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এছাড়া গত ১০ থেকে ১৫ মার্চ সায়মা ওয়াজেদ পতুল সৌদি আরবে অটিজম বিষয়ক সম্মেলনে যোগদান করেন।

বাংলাদেশ