ভারতে চালু হচ্ছে ‘অ্যাপল স্টোর’

ভারতে চালু হচ্ছে ‘অ্যাপল স্টোর’

অবশেষে ভারতে চালু হচ্ছে ‘অ্যাপল স্টোর’। অর্থাৎ আইফোন ও আইপ্যাডসহ প্রযুক্তি পণ্য 19এখন সরাসরি ‘অ্যাপল স্টোর’ থেকে কেনার সুযোগ পাবে ভারতীয়রাও। বিশ্বের ১৭টি দেশে ৪৬০টি স্টোর রয়েছে অ্যাপলের। তার মধ্যে অর্ধেকই মার্কিন মুল্লুকে।
টাটার ইলেকট্রনিক চেন ক্রোমার সঙ্গে গাঁটছাড়া বেঁধে দেশের ৬টি জায়গায় স্টোর খুলছে অ্যাপল। ৪০০ থেকে ৫০০ বর্গফুট জায়গা জুড়ে বিশ্বের অন্য স্টোরগুলোর আদলেই এ স্টোরগুলোও হবে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে, মুম্বাইয়ে পাঁচটি ও বেঙ্গালুরুর জয়নগরে খোলা হবে এই স্টোর। আগামী মাসে রাজধানী দিল্লিতে এবং ধীরে ধীরে ভারতের অন্যান্য মহানগরীতেও হবে ‘অ্যাপল স্টোর’।
গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৭ লাখ ইউনিট আইফোন বিক্রি হয়েছে ভারতে।

Featured খেলাধূলা