অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, নতুন পে স্কেলের জিও (সরকারি আদেশ) জারির ড্রাফটিংয়ের কাজ চলছে। এ মাসের শেষ সপ্তাহে তা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন ও পদমর্যাদার বৈষম্যের বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন, এটা তেমন কোন সমস্যা নয়, কিছু সমন্বয়ের প্রশ্ন আছে। এটা থাকবেনা। শীঘ্রই এর সমাধান হবে। আজ শনিবার সিলেটে আরবান কমিউনিটি স্বোসেবকদের জাম্বুরি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ৩ দিনব্যাপী জাম্বুরি অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে ভারপ্রাপ্ত মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে এম এ মান্নান আরো জানিয়েছেন, ঘোষিত নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুণরায় বিবেচনা করা হচ্ছে। বেতন কাঠামোতে ফিক্সিংয়ের কাজ টেকনিক্যাল এক্সপার্টরা করে যাচ্ছেন। তিনি বলেন, সারাদেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। কিন্তু দুর্যোগের জন্য ঝুঁকিপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও সিলেটে এখনো আশানুরূপ স্বেচ্ছাসেবক তৈরি করা যায় নি। তরুণরা এগিয়ে এলে বাংলাদেশ যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম বলে মন্তব্য করেন তিনি।
এদিকে সকালে জেলার বিশ্বনাথে একটি অনলাইন পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, চোরাগুপ্তা হামলা করে আওয়ামী লীগের ছোট-বড় নেতাদের হত্যা করা যাবে, কিন্তু মুজিব আদর্শকে হত্যা করা যাবে না। তিনি বলেন, দুই বিদেশী হত্যার সাথে জড়িতদের সন্ধান বের করে বিচারের মুখোমুখি করা হবে। কোন ষড়যন্ত্রই এতে বাঁধা সৃষ্টি করতে পারবে না। উপজেলার লামাকাজীস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আলোচক ছিলেন সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান এতে সভাপতিত্ব করেন।