বিশ্বব্যাপী নাইকোর অবস্থা ভালো না: নসরুল হামিদ

বিশ্বব্যাপী নাইকোর অবস্থা ভালো না: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিশ্বব্যাপী নাইকোর 8অবস্থা ভালো না। বিগত সরকার নাইকোকে কাজ দিয়েছে। নাইকোকে এই গ্যাস ফিল্ডের (টেংরাটিলা) কাজ দেয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তিনি বলেন, কানাডীয় কোম্পানি নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক আদালতে (ইকসিক) দায়ের করা মামলার শুনানি ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, কানাডীয় কোম্পানি নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে চেষ্টা করছে সরকার। এরই মধ্যে মামলাটি পরিচালনায় আন্তর্জাতিকমানের আইনজীবীও নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, নাইকো আমাদের বিরুদ্ধে দুটি মামলা করেছিল আন্তর্জাতিক আদালতে। গত বছর একটি মামলার রায়ে নাইকোর আটকে রাখা ২৫ মিলিয়ন ডলার ফেরৎ দিতে বলেছে আদালত। তবে আমরা নষ্ট হওয়া গ্যাসের মূল্যবাবদ নাইকোর কাছে ১২৫ মিলিয়ন ডলার দাবি করেছি।
প্রসঙ্গত নাইকো পরিচালিত ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন দুই দফা অগ্নিকান্ড ঘটে। এর ক্ষতিপূরণ দাবিতে স্থানীয় আদালতে মামলা করে পেট্রোবাংলা। এছাড়া আদলতের নির্দেশনা অনুসারে নাইকোর অন্য গ্যাসক্ষেত্র ফেনী থেকে সরবরাহকৃত গ্যাসের বিপরীতে প্রাপ্য অর্থ আটকে রাখে পেট্রোবাংলা। পেট্রোবাংলার আটকে রাখা ওই অর্থ আদায় ও ক্ষতিপূরণ না দেয়ার জন্য নাইকো আর্ন্তজাতিক আদালতে দু’টো মামলা করে। পরবর্তীতে সরকার ক্ষতিপূরণ আদায়ে একই আদালতে মামলা দায়ের করে।

Featured অর্থ বাণিজ্য