জাতীয় দলের বাইরে থাকা জিম্বাবুয়ের টেস্ট ব্যাটসম্যান মার্ক ভারমিউলনকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। কালো বর্ণের মানুষদের বনমানুষ বলে অসম্মান করায় তাকে এই শাস্তির মুখে পড়তে হল। জুলাইতে প্রসপার উতসেয়াকে উদ্দেশ্যে করে ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছিলে ভারমিউলন।
জিম্বাবুয়ের হয়ে ৯টি টেস্ট এবং ৪৩টি ওয়ানডে খেলেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
এক বিবৃতিতে জানায় ক্রিকেট জিম্বাবুয়ে জানায় ‘বর্ণবাদ জঘন্য একটি বিষয়। সে ফেসবুকে যা লিখেছে সেটা বর্ণবাদেরই সামিল। মার্ক ভারমিউলনকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হল। আমরা তার ফেসবুক স্ট্যাটাসটি দেখেছি। সিনিয়র একজন ক্রীড়াবিদ হিসেবে সে যা করেছে, তা অগ্রহণযোগ্য। ক্রিকেটে বর্ণবাদের কোনো স্থান নেই।’ গতকাল শুক্রবার জিম্বাবুয়ের একটি দৈনিকে বিষয়টি নিয়ে মুখ খোলেন ভারমিউলন। তিনি দাবি করেন, উতসেয়ার প্রতি এটা তার ব্যক্তিগত মন্তব্য।