মিশরে আগামীকাল রবিবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশটিতে দীর্ঘ বিলম্বিত এই পার্লামেন্ট নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডকে ব্যালট পেপার থেকে ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেয়া হয়েছে। দেশটির ভোটাররা রবিবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে ২০১৩ সালে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল-সিসি ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত পর মিশরের প্রধান এ বিরোধী দলটি কখনোই কর্তৃপক্ষের সুনজরে ছিল না। গত বছর আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সিসি মুসলিম ব্রাদারহুডের ওপর মারাত্মক দমন অভিযান শুরু করেন। ওই দমন অভিযানের সময় মুরসির কয়েকশ সমর্থক নিহত এবং কয়েক হাজার সমর্থককে কারারুদ্ধ করা হন।
এর আগে ২০১১ সালে মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির প্রথম অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনে অংশ গ্রহণ করে ব্রাদারহুড ৪৪ শতাংশ আসনে জয়লাভ করে। ওই পার্লামেন্ট ২০১২ সালের জুন মাসে ভেঙ্গে দেওয়া হয়।