‘অনুপ্রবেশকারী’ ড্রোন ভূপাতিতের দাবি তুরস্কের

‘অনুপ্রবেশকারী’ ড্রোন ভূপাতিতের দাবি তুরস্কের

তুরস্কের সামরিক বাহিনী তাদের আকাশসীমায় প্রবেশকারী একটি ড্রোনকে (মনুষ্যবিহীন 3উড়ন্ত যান) ভূপাতিত করার দাবি করেছে। তুরস্কের জেনারেল স্টাফের উদ্ধৃতি দিয়ে শুক্রবার দেশটির দৈনিক সাবাহ পত্রিকা জানায়, তিন বার সতর্ক করার পর ড্রোনটিকে গুলি করে মাটিতে নামিয়ে আনা হয়।
দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্সেও প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের আকাশসীমায় ড্রোনটি প্রবেশ করলে জঙ্গিবিমান থেকে সেটিকে গুলি করা হয়। তবে ড্রোনটি কোন দেশের তা নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, ড্রোনটি রাশিয়ার বলেই ওয়াশিংটনের ধারণা। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সব বিমানই বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তুরস্কের এনটিভির খবরে বলা হয়, দেশটির আকাশসীমার তিন কিলোমিটারের মধ্যে ঢুকে পড়লে ড্রোনটিকে ভূপতিত করা হয়।
দেশটির সশস্ত্রবাহিনী এক বিবৃতিতে বলেছে, তিনবার সতর্ক করার পরও অচেনা ওই ড্রোন গতিপথ না বদলানোয় সেটিকে গুলি করে তুর্কি জঙ্গি বিমান।
চলতি মাসের শুরুতে রাশিয়ার দুটি জঙ্গি বিমান তুরস্কের আকাশ সীমায় প্রবেশ করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তুর্কি সরকার। নেটোর সঙ্গে জরুরি বৈঠকে বিষয়টি তোলা হয় এবং ভবিষ্যতে আবারও কেউ আকাশসীমা লঙ্ঘন করলে ‘উচিৎ জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সমর্থনে দেশটির নুসরা ফ্রন্ট ও আইএসসহ অন্যান্য জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান লক্ষ করে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। কাস্পিয়ান সাগরে নৌবহর থেকে সিরিয়ায় আইএসসহ সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর স্থাপনা লক্ষ্য করে মস্কো ক্ষেপণাস্ত্রও ছুড়েছে।
এ নিয়ে মধ্যপ্রাচ্যে ‘ক্রুসেডারদের’ বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বানও জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস), যারা ইরাক ও সিরিয়ার বড় একটি এলাকা দখলে নিয়ে খিলাফত কায়েমের ঘোষণা দিয়েছে।
প্রেসিডেন্ট আসাদের পক্ষে রাশিয়ার এই অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রেরও অস্বস্তি রয়েছে। ২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ থেকে সশস্ত্র সংগ্রাম শুরু হলে বিদ্রোহী বিভিন্ন পক্ষকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, বর্তমানে তুরস্কের প্রতিবেশী সিরিয়ার বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে রুশ বিমান বাহিনী। একই সঙ্গে আইএস বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। এর আগে বেশ কয়েক বার রুশ যুদ্ধ বিমান তুরস্কের আকাশ সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে তুরস্ক। তবে তুরস্কে ভূপাতিত ড্রোনটি কোন দেশের তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া পাওয়া যায়নি।

Featured আন্তর্জাতিক