ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে টাইফুন কপ্পো

ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে টাইফুন কপ্পো

ফিলিপাইন উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন কপ্পো। স্থানীয় সময় আজ শনিবার সকালে 6দেশটির লুজন দ্বীপে এটি আঘাত হানতে পারে। টাইফুনটির প্রভাবে ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো ফিলিপাইনের জনগণের উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিয়েছেন। এতে টাইফুন কপ্পোর আঘাত হানতে পারে এমন এলাকার লোকজনকে নিরাপদে থাকার এবং প্রয়োজনে তাদের অন্যত্র সরে আসার জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। ২০১৩ সালে টাইফুন হাইয়ানে ৬ হাজার লোক নিহতের পর এই প্রথম কোনো টাইফুন বিষয়ে লোকজনকে সতর্ক করার জন্য টেলিভিশনে ভাষণ দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট।
কপ্পোর প্রভাবে ফিলিপাইনে ১২ ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টিপাত এবং বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। লুজন দ্বীপের পূর্ব উপকূলে ২ মিটারের (৬ ফুট) বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে জানিয়েছেন তারা। দুর্যোগ মোকাবেলায় কপ্পোর সম্ভাব্য আঘাতস্থলে সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
আগামী মঙ্গলবার টাইফুন কপ্পো ফিলিপাইন উপকূল ত্যাগ করে তাইওয়ানের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বরে সুপার টাইফুন হাইয়ানে ফিলিপাইনে ৬ হাজার ৩০০ লোক নিহত হন। এ পর্যন্ত স্থলভাগে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ওই ঝড়ে এখনো এক হাজারের মতো লোক নিখোঁজ রয়েছেন। সূত্র : বিবিসি

Featured আন্তর্জাতিক