আগামী মাসের প্রথম সপ্তাহে আসছে জিম্বাবুয়ে

আগামী মাসের প্রথম সপ্তাহে আসছে জিম্বাবুয়ে

নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগেই বাংলাদেশে হবে 8আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাসের শুরুতে সীমিত ওভারের কয়েকটি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।
দুবাইয়ে হয়ে যাওয়া আইসিসি সভা থেকে ফিরে শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি জানান, আইসিসি সভাতেই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে।
অস্ট্রেলিয়া না আসায় বিপিএলের আগে যে স্লটটা খালি আছে ওখানে জিম্বাবুয়ে আসছে। আমাদের খেলাটা (জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ) শেষ হবে (নভেম্বরের) ১৮ বা ১৯ তারিখের ভেতর।’
২০ নভেম্বর হবে বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন। যার খেলা শুরু হবে ২২ নভেম্বর।
‘ওদের আসতে হবে নভেম্বরের প্রথম সপ্তাহেই নয়তো খেলাটা তো শেষ হবে না। জিম্বাবুয়ে নিশ্চিত করেছে ওরা আসছে। সব মিলিয়ে চার-পাঁচটি ম্যাচ হবে। কয়টা ওয়ানডে, কয়টা টি-টোয়েন্টি হবে, এখনও ঠিক হয়নি।’
বিসিবি সভাপতি জানান, বাংলাদেশের সঙ্গে আরও অনেক দেশই খেলার আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যত সফর সূচিতে বাংলাদেশের ম্যাচ বাড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
‘অনেকের সঙ্গে খেলা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সূচি দেখে আমাদের তারিখগুলো ঠিক করতে হবে। তাতে মনে হচ্ছে এফটিপিতে যে খেলা ছিল তার চেয়ে আমাদের খেলা বাড়বে এখন এবং এগুলো তাড়াতাড়িই হবে।’

Featured খেলাধূলা