‘জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেন্ট অব সায়েন্সের (বিএএএস) উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় ২ দিনব্যাপী ২৩তম বাংলাদেশ সায়েন্স কনফারেন্স গাজীপুরের বাংলাদেশ শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে শুরু হচ্ছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি এবং বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্ট্যাডিং কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বাংলাদেশ শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেন্ট অব সায়েন্সের (বিএএএস) সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। সমাপনী অনুষ্ঠান আগামীকাল ১৮ অক্টোবর রবিবার বিকেল ৩টায় বাংলাদেশ শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।