সাগর-রুনি হত্যা ২২ মার্চের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ

সাগর-রুনি হত্যা ২২ মার্চের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী বৃহস্পতিবার ২২ মার্চের মধ্যে আদালতে দাখিলের জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আজ দুপুরের পরে আদালত আমার কাছে জানতে চান, আগে দেওয়া রুলের জবাব কোথায়? তখন আমি বলেছিলাম, এখনো রুলের জবাব আসেনি। এ সময় আদালত বলেছেন, নির্দিষ্ট সময়ে জবাব দিতে ব্যর্থ হয়েছেন। আশা করি, নির্ধারিত সময়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়ে দেবেন।’

এর আগে ২৮ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং হত্যার কারণ নির্ণয়ে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টে জনস্বার্থে রিটটি দাখিল করেছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

একই সঙ্গে এ হত্যাকাণ্ড সম্পর্কে আনুমানিক (যেমন, জজ মিয়া প্রস্তুত, আরেক জজ মিয়া খুঁজছে পুলিশ) সংবাদ প্রকাশ বন্ধে আদালত ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে তথ্য সচিবকে নির্দেশ দেন।

সুনির্দিষ্ট তথ্য ছাড়া তদন্ত প্রভাবিত হবে, এমন কোনো মন্তব্য না করতে তদন্ত কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিসি-ডিবিসহ (দক্ষিণ) সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়।

কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে এখনো আদালতের আদেশ পৌঁছেনি।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এছাড়াও আদালতের আহ্বানে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, এ এম আমিন উদ্দিন, শ ম রেজাউল করিম, নুরুল ইসলাম এবং দৈনিক ইত্তেফাকের আইন, সংবিধান ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক সালেহউদ্দিন।

গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রুনির ছোট ভাই নওশের আলম রোমান। মামলাটি গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

সাগর-রুনির হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাজ কলম ধর্মঘট, মানববন্ধন, মহাসমাবেশ ইত্যাদি প্রতিবাদ কর্মসূচি পালন করে।

বাংলাদেশ