পাকিস্তানের সঙ্গে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত আলোচনায় ওবামা

পাকিস্তানের সঙ্গে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত আলোচনায় ওবামা

পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আগামী সপ্তাহেই তার মার্কিন সফরে ওয়াশিংটনে যাচ্ছেন। 8সেখানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পরমাণু নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সারবেন তিনি। সংবাদসংস্থা রয়টার্স হোয়াইট হাউসকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছেন।
নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা গিয়েছে, মার্কিন প্রশাসন দিব্যি জানে পাকিস্তান দেশিয় প্রযুক্তি ও চিনের সাহায্যে ছোটখাটো পরমাণু হামলা চালাতে সক্ষম এমন নিউক্লিয়ার মিসাইলস বানিয়ে ফেলেছে। এমনকি ওবামাও এ কথা জানেন, সেই অস্ত্র জঙ্গিদের হাতে চলে যাওয়ার সুযোগ রয়েছে একশো শতাংশ। তাই পাকিস্তানকে নিউক্লিয়ার অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট। কারণ, পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র চলে এলে প্রতিবেশি ভারতের উপরেই তা প্রয়োগ করতে পারে পাকিস্তান।
হোয়াইট হাউসের মুখপাত্র যশ আর্নেস্ট জানিয়েছেম, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চ পর্যায়ের পরমাণু সংক্রান্ত আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছে, পাকিস্তান ও আমেরিকা নিরন্তর পরমাণু নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করবে। দুই দেশের রাষ্ট্রপ্রধানরাই এই বৈঠকের জন্য মুখিয়ে রয়েছেন।

Featured আন্তর্জাতিক