রাজশাহীতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাজশাহীতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাজশাহীতে আজ শুক্রবার সকাল ৬টা থেকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। 13রাজশাহী থেকে সব রুটে যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ৫ পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদেএ ধর্মঘটের ডাক দেয়া হয়। একই সাথে আটক শ্রমিকদের মুক্তি এবং যে দুই পুলিশ কর্মকর্তা তাদের আটক করেছেন তাদের প্রত্যাহারের দাবিও করা হয়।
এ প্রসঙ্গে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ জানান, শুক্রবার ভোর থেকে রাজশাহী থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বোয়ালিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও উত্তমকে প্রত্যাহার না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
পরিবহন শ্রমিকরা জানান, নগরীর তালাইমারি এলাকা থেকে বোয়ালিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ৫ পরিবহন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনা জানতে পেরে বাস টার্মিনালের সামনে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। এরপর সব রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ওই ৫ শ্রমিককে ছেড়ে দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এদিকে অবরোধ তুলে নিলেও শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।
বোয়ালিয়া থানা পুলিশ জানায়, তালাইমারি এলাকায় ৫ পরিবহন শ্রমিক তাস খেলছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত শ্রমিকরা হলেন, বাবু, ইসাহাক, সুমন, নয়ন। অপর একজনের নাম জানা যায়নি। তবে পরিবহন শ্রমিক নেতারা জানান, বোয়ালিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও উত্তমকে প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
প্রসঙ্গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ৫ পরিবহন শ্রমিককে আটক করে পুলিশ। আটকের খবর জানতে পেরে নগরীর শিরোইল বাস টার্মিনালের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এ ঘটনায় হঠাৎ বাসচলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

Featured অর্থ বাণিজ্য