এমনিতে নিষেধাজ্ঞার কবলে জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না নেইমার, তার ওপর আবার ৬ মাসের নিষেধাজ্ঞা!
নেইমারের সাবেক ক্লাব সান্তোস এই আপিল করেছে। তাদের দাবি, নেইমার চুক্তি ভঙ্গ করে বার্সায় পাড়ি দেন।
এই অভিযোগে গত মে মাসেই ক্ষতিপূরণ চেয়ে ফিফার কাছে আপিল করে সান্তোস। এবার নেইমারের ৬ মাসের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে তারা। তার সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৫ কোটি ইউরো দাবি করা হয়েছে। খবর এএফপির।
সান্তোসের পক্ষ থেকে জানানো হয়, ২০১৩ সালে বার্সায় যোগ দেওয়ার সময় দলবদল নিয়ে ‘শর্ত ভঙ্গ’ করেন নেইমার। যা তাদের সঙ্গে এক প্রকার প্রতারণার শামিল। সান্তোসের আপিলের বিষয়ে ফিফার সিদ্ধান্ত গ্রহণের সময়সীমা এখনো জানা যায়নি।