ভারতে আসছেন মার্ক জুকারবার্গ

ভারতে আসছেন মার্ক জুকারবার্গ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়ই ভারতে আসার আমন্ত্রণ 22জানিয়েছিলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লিতে আসার কথা ঘোষণা করলেন মার্ক জুকারবার্গ।
আজ শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে এ কথা লিখে জানান মার্ক। আগামী ২৮ অক্টোবর ভারতে আসছেন তিনি। নয়াদিল্লির আইআইটিতে মার্ক এক প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়ে স্থানীয় সময় সাড়ে এগারোটা থেকে উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। ঠিক যেমনটি মোদী করেছিলেন সে দেশের ফেসবুকের সদর দফতরে বসে।
প্রসঙ্গত, বর্তমানে ভারতে প্রায় ১৩০ মিলিয়ন মানুষ অ্যাক্টিভ ইউজার হিসেবে ফেসবুক ব্যবহার করছেন।

Featured বিজ্ঞান প্রযুক্তি