জেরুজালেমের সহিংসতা : বৈঠক করবে নিরাপত্তা পরিষদ

জেরুজালেমের সহিংসতা : বৈঠক করবে নিরাপত্তা পরিষদ

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ শুক্রবার জরুরি আলোচনায় বসতে যাচ্ছে বলে দেশটির কূটনীতিকরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একথা জানান। স্থানীয় সময় বেলা ১১টায় (গ্রিনিচ সময় ১৫০০টা) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। Sdasfasdf
এর আগে গতকাল বৃহস্পতিবার আরব বিশ্বের রাষ্ট্রদূতদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এর পর নিরাপত্তা পরিষদের সদস্য জডার্নের অনুরোধে আজকের এ জরুরি বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে রাষ্ট্রদূতরা জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন কয়েক সপ্তাহের সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট সকলকে শান্ত থাকার জন্য বারবার আহবান জানান। সেখানে এ সহিংসতায় কমপক্ষে ৩০ জন ফিলিস্থিনি নাগরিক নিহত হয়েছে।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, সেখানের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ’ এবং তিনি পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। বৃহস্পতিবার জেরুজালেমে ব্যাপকভাবে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Featured আন্তর্জাতিক