শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে।’
মঙ্গলবার ইডেন মহিলা কলেজের একাডেমিক কাম পরীক্ষা হলের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু অবকাঠামোগত উন্নয়ন ও পরিমাণগত উন্নয়ন নয়, এখন আমাদের গুণগত শিক্ষাও নিশ্চিত করতে হবে। সারা বিশ্বেই এখন গুণগত শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গত তিন বছরে শিক্ষা খাতে একটি বিপ্লব সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, পর পর তিন বছর জানুয়ারির প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল ছাত্রছাত্রীর হাতে পাঠ্যবই তুলে দেওয়া, শিক্ষার সর্বস্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জেএসসি ও জেডিসি এবং প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করাসহ নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার এ ধারা অব্যাহত রাখবে।’
এ সময় শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ইডেন মহিলা কলেজের একাডেমিক কাম পরীক্ষা হল নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৪০ লক্ষ টাকা। ৩ হাজার বর্গমিটার আয়তন বিশিষ্ট ৬ তলা এ ভবনে মোট ২৪টি শ্রেণী কক্ষ হবে। নির্মাণ শেষে এ ভবনের জন্য ৭২ লক্ষ টাকার আসবাবপত্র, ৪ লক্ষ ৩০ হাজার টাকার অফিস যন্ত্রপাতি, ৭ লক্ষ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ২৫ লক্ষ টাকার ২২টি কম্পিউটার সমৃদ্ধ ল্যাব ও পাঠাগারের জন্য ৭ লক্ষ টাকার বই দেওয়া হবে।
উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত পোস্ট গ্রাজুয়েট কলেজগুলোর উন্নয়ন প্রকল্পের অধীনে এ উন্নয়ন কাজ করা হচ্ছে। এ প্রকল্পের অধীনে দেশের প্রতিটি জেলায় ১টিসহ মোট ৭০টি কলেজে একটি করে একাডেমিক কাম পরীক্ষা হল নির্মাণ করা হচ্ছে এবং প্রতিটি কলেজে অন্যান্য সুবিধা দেওয়া হবে। এ প্রকল্পটির কাজ শুরু হয়েছে ২০১১ সালের জানুয়ারি মাসে। প্রকল্পের মোট বরাদ্দ ৬৫৫ কোটি ১২ লক্ষ টাকা। নির্মাণ কাজ ও আসবাবপত্র সরবরাহ ছাড়াও এর অধীনে ৫৬০০ জন শিক্ষককে বিষয়ভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রকল্পটি শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বর মাসে। এ প্রকল্পের অধীনে সরকারি ইডেন মহিলা কলেজে ৩ হাজার বর্গমিটার আয়তনের একটি অডিটোরিয়াম নির্মাণ করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মন্ত্রী সরকারি ইডেন মহিলা কলেজে এক হাজার আসন বিশিষ্ট ছাত্রী নিবাসের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। ১১তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণে ব্যয় হবে ২৮ কোটি ৬৯ লক্ষ ৪৩ হাজার টাকা। এ ভবনে ৪টি ডাইনিং হল, একটি ক্যান্টিন, একটি কমনরুম, প্রার্থনা কক্ষ, ভিজিটর্স রুম, সিক রুম, ২টি টিভি রুম থাকছে। আগামী জুন মাসে এর নির্মাণ কাজ শেষ হবে।
পরে মন্ত্রী বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ছাড়াও শিক্ষাসচিব ড. কামাল আবদুর নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ উপস্থিত ছিলেন।