প্রতিবছরই আনুষ্ঠানিকভবে ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিমকোর্ট। এবারও এর ব্যাতীক্রম ঘটছে না। তবে এবছর সাড়ম্বরে বা বর্ধিত কলেবরে এ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে সুপ্রিমকোর্ট সূত্রে জানা গেছে। এ বছর অধস্তন আদালতের মামলা ও নিস্পত্তির পরিসংখ্যানসহ নির্র্ধারিত বিষয়ে অধস্তন আদালত সমূহের বিচারকগনের লেখা প্রবন্ধ প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই এ লক্ষ্যে সকল বিচার বিভাগীয় কর্মকর্তার কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।
নির্ধারিত বিষয়ে লেখা আহ্বান করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব,আইন ও বিচার বিভাগ, দেশের সকল জেলা জজ, মহানগর দায়রা জজসহ সংশ্লিষ্ট সকল জায়গায় সুপ্রিমকোর্ট থেকে পত্র প্রেরণ করা হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওইপত্রে- বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর), মামলা ব্যবস্থাপনা (কেস ম্যানেজমেন্ট), দ্রুত মামলা নিস্পত্তি (স্পিডি ডিসপোজাল অব কেইসেজ্), মামলা বিলম্ব বা দীর্ঘসূত্রিতার কারণ (কজেজ অব ডিলে) বিষয়ে অনধিক ৩ হাজার শব্দে ইংরেজীতে প্রবন্ধ আহ্বান করা হয়েছে। এ বিষয়ে দেয়া পত্রের বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে রয়েছে।