‘৬৮ বছরের বঞ্চনার অবসান ঘটিয়েছে আ’লীগ’

‘৬৮ বছরের বঞ্চনার অবসান ঘটিয়েছে আ’লীগ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে আর ছিটমহল বলে কিছু থাকবে না, সবাই 3বাংলাদেশের নাগরিক। ছিটমহল সমস্যার সমাধান করে ৬৮ বছরের বঞ্চনার অবসান ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের কথা স্বরণ করে তিনি বলেন, জাতির পিতা সোনার বাংলা গড়ার জন্য অনেক বঞ্চনা সহ্য করেছেন, নিপিড়ন সহ্য করেছেন। তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমার সরকার কাজ করে যাবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বরণের পর যারাই ক্ষমতায় এসেছে, কেউই স্থল সীমান্ত সমস্যা, সমুদ্রসীমা সমস্যা, ছিটমহল সমস্যার সমাধান করতে পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ সরকারে এসে এসব সমস্যার সমাধান করেছে। ছিটমহলের বাসিন্দাদের পরিচয় দিয়ে আওয়ামী লীগ সরকার তাদের ৬৮ বছরের বঞ্চনার অবসান করেছে।
শেখ হাসিনা বলেন, আমরা আগেরবার যখন ক্ষমতায় ছিলাম, তখন এ অঞ্চলে মঙ্গা দূর করেছিলাম। বিএনপি ক্ষমতায় আসার পর আবারও অবহেলা-অবজ্ঞায় এখানে মঙ্গা নেমে আসে। আবার আমরা ক্ষমতায় আসি, জনগণের সমস্যার সমাধান করি। এ সময় তিনি বলেন, কুড়িগ্রামে একটি আলাদা স্টেডিয়াম করা হবে- যেখানে ১২মাস খেলাধুলা চলবে।

Featured বাংলাদেশ