যুক্তরাষ্ট্রে পুলিশ হত্যাকারীর মৃত্যুদন্ড কার্যকর

যুক্তরাষ্ট্রে পুলিশ হত্যাকারীর মৃত্যুদন্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে বুধবার এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর 5করা হয়েছে। ২০০১ সালে একটি নাইটক্লাবের বাইরে পুলিশ কর্মকর্তা কেভিন জেমসকে হত্যা করা হয়েছিল। চলতি বছর যুক্তরাষ্ট্রে এ নিয়ে ১২ জনের মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা হল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।
এ প্রসঙ্গে টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিসের মুখপাত্র জ্যাসন ক্লার্ক জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩১ মিনিটে (গ্রিনিচ মান সময় ২৩৩১) হান্টসভিল কারাগারে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে লিকো এস্কামিলার (৩৩) মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এ অপরাধ করার সময় এস্কামিলার বয়স ছিল ১৯ বছর। নাইট ক্লাবের পার্কিং লটে একটি বিবাদে জড়িয়ে পড়ার আগেই সে একটি খুনের আসামী ছিল। অফ ডিউটি পুলিশ কর্মকর্তা কেভিন জেমস ও অন্যান্য অফ ডিউটি কর্মকর্তারা বিবাদ থামাতে গেলে কেভিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। কেভিন সেখানে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।

Featured আন্তর্জাতিক