বিশ্ব হাত ধোয়া দিবস পালন করলো সিসিমপুর

বিশ্ব হাত ধোয়া দিবস পালন করলো সিসিমপুর

আজ বৃহস্পতিবার ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালনের লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার 7৫২টি বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি পরিচালনা করলো সিসিমপুর। সিসিমপুরের এ কর্মএলাকায় ৭ থেকে ১৩ অক্টোবর ৫২টি বিদ্যালয়ে পৃথকভাবে এবং ১৪ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে সাছিয়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানা, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ কামাল, রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ রানা। এছাড়া সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আনোয়ার হোসেন এবং প্রোগ্রাম ডিরেক্টর শান্তিময় চাকমা। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে সরাসরি নেচে, গেয়ে আর খেলায় অংশ নিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালনের কর্মসূচিতে অংশ নেয় শিশুতোষ শিক্ষামূলক টিভি অনুষ্ঠান সিসিমপুরের জনপ্রিয় মাপেট হালুম, টুকটুকি ও ইকরি।
এ অনুষ্ঠানে শিশুদের মজার মজার কাজ ও খেলার মাধ্যমে হাত ধোয়ার গুরুত্ব বোঝানো হয়। খেলা শেষে প্রত্যেক শিশুকে দেওয়া হয় হাত ধোয়া ও স্বাস্থ্যকর অভ্যাস সম্পর্কিত সিসিমপুরের বিভিন্ন আকর্ষণীয় উপহার। মূল অনুষ্ঠানস্থল ছাড়াও আদিয়াবাদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসিমপুরের হালুম, টুকটুকি ও ইকরি শিশুদের সঙ্গে হাত ধোয়ার গান গায়।
বাংলাদেশি শিশুদের শিক্ষাগ্রহনকে আনন্দদায়ক ও উপভোগ্য করার একটি জনপ্রিয় উদ্যোগ সিসিমপুর। ২০০৪ সালে ইউএসএআইডি বাংলাদেশের অর্থায়নে সিসিমপুরের পথচলা শুরু। নিউইয়র্কভিত্তিক সিসেমি স্ট্রিট নামক শিক্ষামূলক কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ। সিসিমপুর প্রতিনিয়ত নানা ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রচারণা ও সচেতনতা বৃদ্ধিতেও প্রত্যক্ষ ভূমিকা রাখছে।

Featured বিনোদন