পূজার এলবাম ‘শারদ প্রাতে’

পূজার এলবাম ‘শারদ প্রাতে’

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাজারে এসেছে ডা. সত্যেন পালের একক অডিও এলবাম 10‘শারদ প্রাতে’। জামিউর রহমান লেমনের সুর ও সঙ্গীত পরিচালনায় এলবামটি প্রকাশ করেছে ক্ল্যাসিক সাউন্ড। সিডিতে প্রকাশিত ১০টি গানের কথা লিখেছেন অরিজিৎ চৌধুরী, মঞ্জুর উল আলম চৌধুরী, ডা. সত্যেন পাল, আবুল কালাম আজাদ, আবদুল হাই আল হাদী, মীনা চৌধুরী, জামিউর রহমান লেমন। গানগুলো কথা হচ্ছে- ১. ওমা কৃপা করো, দয়া করো, ২. বাবাকে আমি ভুলতে পারি না, ৩. মা মাগো মা, ৪. মেঘেরও তো রঙ আছে, ৫. মিষ্টি হেসে তুমি বললে যেদিন, ৬. তোমার ঐ কাজল চুলে, ৭. এই দেহটা যেমন আছে, ৮. আমার গাঁয়ের হারিয়ে যাওয়া, ৯. উতাল গাঙে নাও বাইয়া যাও এবং ১০. ছায়া মেঘে বনতলে আয়রে।
নিজের গাওয়া প্রসঙ্গে ডা. সত্যেন পাল বলেন, আমি চেষ্টা করেছি সবগুলো গান আমার সমস্ত আবেগ ও ভালোবাসা দিয়ে গাওয়ার। কিন্তু কতটুকু পেরেছি সেটা বলবে আমার শ্রোতারা। যদি কোনো গানে শ্রোতা হৃদয়ে এতটুকুও দাগ কাটতে পারি তবে আমি ধন্য হবো। শিল্পী ডা. সত্যেন পাল মনে করেন, তার গাওয়া ‘শারদ প্রাতে’ এলবামটি শ্রোতামহলে আলোড়ন তুলবে।

Featured বিনোদন