ঢাকা উত্তরার দক্ষিণখানের পূর্ব আশকোনায় একটি বাড়িতে গ্যাস লাইনে আগুন লেগে দগ্ধ ৫ জনের মধ্যে ওই বাড়ির গৃহকর্মী সখিনা বেগমের (৪২) মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদরর্শক মোজাম্মেল হক সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আগুনে সখিনার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ১১ অক্টোবর সকালে আশকোনার দুই তলা ওই বাড়ির দ্বিতীয়তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনায় দগ্ধ আরও ৪ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
এর হলেন- সৌদি আরব প্রবাসী আবুল কাশেমের স্ত্রী ওই বাড়ির গৃহকর্ত্রী রেহেনা আক্তার (৪০), তাদের ছেলে রেজওয়ান আহমেদ শুভ (১৬) ও তানভীর আহমেদ নিলয় (১২) এবং মেয়ে আফসানা আক্তার (১৯)।
চিকিৎসকের বরাত দিয়ে মোজাম্মেল জানান, এই ৪ জনের মধ্যে রেহেনার অবস্থা আশঙ্কাজনক।