অধিনায়ক ধোনির দুর্দান্ত পারফরম্যান্সে কানপুরে দক্ষিণ আফ্রিকাকে ২২ রানে হারিয়েছে ভারত। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল ধোনির দল।
গতকাল বুধবার টস জিতে ম্যাচে আগে ব্যাটিং করেছে ভারত। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছে স্বাগতিক দলকে। দলীয় ৩ রানে ওপেনার রোহিত শর্মার বিদায়ে পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ভারতীয়রা। এক পর্যায়ে মাত্র ১২৪ রানেই ৬ উইকেট হারিয়েছে তারা। তবে এমন বিপদের সময় ব্যাট হাতে জ্বলে উঠেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার ব্যাটেই শেষ অব্দি ৯ উইকেট হারিয়ে লড়াই করার মতো ২৪৭ রানের পুঁজি যোগাড় করতে পেরেছে ভারত।
দলের পক্ষে সর্বোচ্চ ৯২ (অপরাজিত) রান করেছেন ধোনি। তার ৮৬ বলের ইনিংসটিতে ছিল ৭ বাউন্ডারি ও ৪ ছক্কা। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান এসেছে অজিঙ্ক রাহানের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ৩টি এবং মোরনে মর্কেল ও ইমরান তাহির ২টি করে উইকেট নিয়েছেন।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আর ১২ রান যোগ করতেই ২ উইকেট হারিয়ে ছন্দ পতন ঘটেছে অতিথিদের ব্যাটিংয়ে। এরপর দলীয় ১৩৪, ১৪১ ও ১৪২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যেতে হয়েছে এবি ডি ভিলিয়ার্সের দলকে। শেষ অব্দি ৪৩.৪ ওভারে ২২৫ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।
সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন ফাফ ডু প্লেসিস। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ও অক্ষর প্যাটেল ৩টি করে এবং হরভজন সিং ২টি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ২৪৭/৯, ওভার ৫০ (ধোনি ৯২*, রাহানে ৫১; স্টেইন ৩/৪৯, মর্কেল ২/৪২)
দক্ষিণ আফ্রিকা : ২২৫/১০, ওভার ৪৩.৪ (প্লেসিস ৫১, ডুমিনি ৩৬; প্যাটেল ৩/৩৯, কুমার ৩/৪১, হরভজন ২/৫১)
ফল : ভারত ২২ রানে জয়ী
সিরিজ : ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা
ম্যাচ সেরা : মহেন্দ্র সিং ধোনি (ভারত)