ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আজ ১৪ অক্টোবর ২০১৫ বুধবার সকালে এক বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের yheryrfপ্রো-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অএপক ড. সহিদ আকতার হুসাইন। উদ্বোধন শেষে প্রো-উপাচার্য (প্রশাসন) অএপক ড. সহিদ আকতার হুসাইন পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং এর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে বলেন, গ্রাম ও শহরে বায়ু দূষণ মোকাবেলায় বিভিন্ন রকমের গাছের চারা রোপণ করা আবশ্যক।
বিশেষত জলবায়ু পরিবর্তনে এই সময়ে বৃক্ষরোপন ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশকে সবুজায়ন করতে পারলে আমাদের পরিবেশ ও আবহাওয়া অনেকখানি প্রাকৃতিক সুফল বয়ে আনবে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীরা ছাড়াও উপস্থিত ছিলেন অনেক শিক্ষক ও শিক্ষার্থী।

Featured অন্যান্য