ডিএসইতে মূল্যসূচক কমেছে

ডিএসইতে মূল্যসূচক কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক আজ বুধবার আবারও হ্রাস পেয়েছে। একইসাথে লেনদেনও কমেছে। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ASFsfwfsfআজ ৬৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে ৪৭১৬ দশমিক শুণ্য ৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৪ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৭৮৮ দশমিক ২৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১৪ দশমিক ২৬ কমে ১১২৭ দশমিক ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৮ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৪১ টির, কমেছে ২৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টি কোম্পানির শেয়ার। আজ ডিএসইতে মোট ৩১৮ টি কো¤পানির ৯ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ১৮০ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে আজ মোট লেনদেনের পরিমাণ ৩০৮ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৪২৫ টাকা। যা আগের দিনের চেয়ে ১৪০ কোটি ৫৯ লাখ টাকা কম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো- বেক্সিমকো ফার্মা,লাফার্জ সুরমা সিমেন্ট, সিভিও পিআরএল,সাইফ পাওয়ার, ব্র্যাক ব্যাংক,স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ার ও ইউসিবিএল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- অলটেক্স ইন্ডাঃ,সিভিও পিআরএল,লিব্রা ইনফিউশন, আরামিট লিঃ, ইস্টার্ন ব্যাংক এনআরবি মি. ফা, ফার কেমিক্যাল, আইপিডিসি, আইসিবি এএমসিএল ২য়, রূপালি ইন্সুঃ ও ৮ম আইসিবি। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- ৭ম আইসিবি, সুহৃদ ইন্ডাঃ, ইমাম বাটন, প্রিমিয়ার সিমেন্ট, এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, ফারইস্ট নিটিং, স্ট্যার্ন্ডাডইন্সুঃ, আরামিট সিমেন্ট, জিপিএইচ ইস্পাত ও বিডি ওয়েল্ডিং।

Featured অর্থ বাণিজ্য