আজ বুধবার বিশ্ব মান দিবস। ‘বিশ্বব্যাপী সর্বজনীন ভাষা-মান’- প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে দেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান এবং বাংলাদেশ বেতারে আলোচনা অনুষ্ঠান স¤প্রচার করা হবে।
দিবসটি উপলক্ষে তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়েও একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় অতিথি হিসেবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভঁইয়া এনডিসি, ফেডারেশন অভ্ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই এর মহাপরিচালক ইকরামুল হক। দিবসটিকে সামনে রেখে বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়গুলোতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।