কিরগিজস্তান কাছে বাংলাদেশে ২-০ গোলে হার

কিরগিজস্তান কাছে বাংলাদেশে ২-০ গোলে হার

বিশ্বকাপ ফুটবল ২০১৮ ও এএফসি এশিয়ান কাপ ফুটবল সামনে রেখে মঙ্গলবার বাছাই পর্বের 9খেলায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও স্বাগতিক কিরগিজস্তান। ম্যাচে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত ম্যাচে খারাপ খেলেনি বাংলাদেশ। বিশেষ করে ঘরের মাঠে বাছাই পর্বের হোম ম্যাচে এই কিরগিজদের কাছেই ৩-১ গোলে হেরেছিল মামুনুলবাহিনী। সেই হিসেবে মঙ্গলবার রাতের ম্যাচটিতে ভালই করেছে তারা।
বাংলাদেশ প্রথম গোল হজম করেছে ২৭ মিনিটে। স্বাগতিক দলকে এগিয়ে নিয়েছেন ফরোয়ার্ড ভিতালিজ লাক্স। ওই গোলের ওপর ভর করে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল কিরগিজস্তান। ম্যাচ দুই দলই ৪-৪-২ ফরম্যাশনে খেলেছে। ঘর সামলে আক্রমণে গিয়েছে দুই দল।
ম্যচের একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটি হজম করেছে বাংলাদেশ। ৮৯ মিনিটে কিরগিজস্তানের পক্ষে গোলটি করেছেন মিডফিল্ডার ইলদার অ্যামিরোভ। এ জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে কিরগিজস্তান। অন্যদিকে, ৫ ম্যাচের একটিতে ড্র ও ৪টিতে হারের কারণে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে রয়েছে বাংলাদেশ।

Featured খেলাধূলা