একটানা ভিডিও গেমস খেলার বিশ্ব রেকর্ড

একটানা ভিডিও গেমস খেলার বিশ্ব রেকর্ড

জনপ্রিয় কম্পিউটার অপারেটর মাইক্রোসফটের মাইনক্রাফট ভিডিও গেমস একটানা খেলার qw678aisodpনতুন বিশ্ব রেকর্ডের দাবি করেছেন এক ব্রিটিশ নাগরিক।
ব্রিটেনের চেলটেনহাম এলাকার বাসিন্দা ওই ব্রিটিশ নাগরিকের নাম জো কেলি।
তিনি একটানা ৩৫ ঘন্টা, ৩৫ মিনিট, ৩৫ সেকেন্ড সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের মাইনক্রাফট ভিডিও গেমটি খেলেছেন।
একটানা ভিডিও গেমস খেলার বর্তমান রেকর্ড অস্ট্রিয়ার মার্টিন ফরেনলাইটনারের। তিনি ২০১১ সালে একটানা ২৪ ঘন্টা ১০ মিনিট ভিডিও গেমস খেলে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
জো কেলি’র প্রায় ৩৬ ঘন্টা খেলা ভিডিও গেমস ভিডিও স্ট্রিমিং সার্ভিস ইউটিউবে লাইভ প্রচার করা হয়েছে।
জো কেলি’র একটি চলচ্চিত্র তৈরির প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া তিনি একজন ব্যাকগ্রাউন্ড কন্ঠশিল্পী। কেলি গেইসম খেলা থেকে প্রাপ্ত ১৮০০ ইউরো ক্যান্সার গবেষণায় দান করেছেন।
২০১০ সাল থেকে তিনি মাইনক্রাফট ভিডিও গেইমসটি খেলে থাকেন। সেসময় গেইমসটির প্রিডেভলাপমেন্ট ভার্সনটি কিনে খেলা শুরু করেন তিনি।
বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেইমসটির ৫৪ মিলিয়ন কপি বিক্রি করেছে মাইক্রোসফট।

Featured বিজ্ঞান প্রযুক্তি