দুই বাংলায় জনপ্রিয় ফেরদৌস

দুই বাংলায় জনপ্রিয় ফেরদৌস

ঢাকা ও কলকাতায় দৌড়-ঝাঁপের মধ্যে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। wa79uaids'গত সপ্তাহে কলকাতা থেকে একটি ছবির শুটিং শেষ করে তিনি ঢাকায় ফিরেছেন। প্রদ্যুত ব্যানার্জির নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন পলোমি সেনগুপ্ত ও ঋতিকা সেন। এ ছাড়া এ ছবিতে তিনি সহশিল্পী হিসেবে আরো পেয়েছেন প্রখ্যাত অভিনেতা ভিক্টর ব্যানার্জিকে। কলকাতায় এ ছবির কাজ শেষে ঢাকায় ফিরেই ফেরদৌস হুমায়ূন আহমেদপতœী মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিংয়ে যোগ দেন। এ ছবিতে তাকে চারটি বিশেষ দৃশ্যে দেখা যাবে। এদিকে গতকাল থেকে তিনি নতুন ছবি ‘পোস্টমাস্টার ৭১’-এর শুটিং শুরু করেছেন। এটি তার প্রযোজনা প্রতিষ্ঠান নুযহাত ফিল্মসের দ্বিতীয় চলচ্চিত্র। চলতি মাসেই তার আবারো কলকাতায় যাওয়ার কথা রয়েছে।
ফেরদৌস দুই বাংলায় সমানতালে কাজ করে চলছেন। এব্যাপারে ফেরদৌস বলেন, অনেকে মনে করতে পারেন, আমি কলকাতায় অতিথি। আমি কিন্তু অতিথি নই। কারণ আমি বাঙালি। দুই বাংলাকে আমার কাছে নিজের দুটো বাড়ি বলে মনে হয়। দুই জায়গার মানুষকেই আমি খুবই আপন বলে মনে করি। তারাও আমাকে অনেক আপন ভাবেন। আমার কাছে তো ঢাকা-কলকাতা মনে হয়, ক্যান্টনমেন্টের বাসা থেকে ওল্ড ডিওএইচএস-এর বাসায় যাওয়ার মতোই। সহজ ভাষায়, একটা আমার মায়ের বাসা, আরেকটা স্ত্রীর বাসা।

Featured বিনোদন