শিগগিরই বিদেশে বাংলাদেশী টাকায় বন্ড ছাড়বে আইএফসি

শিগগিরই বিদেশে বাংলাদেশী টাকায় বন্ড ছাড়বে আইএফসি

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন বা আইএফসি খুব শিগগিরই বিদেশে বাংলাদেশী টাকায় 7asyuda;s'বিনিময়যোগ্য বন্ড বাজারে ছাড়বে যার মাধ্যমে বেসরকারি অবকাঠামো প্রকল্প এবং ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ উদ্যোগে বিনিয়োগ করা যাবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, যত শিগগির সম্ভব এ বন্ড ছাড়া হবে। সরকারের অনুমতি পাওয়া গেছে এবং আইএফসি ও কেন্দ্রীয় ব্যাংক এর কাঠামো নির্ধাণন করবে। বর্তমানে পেরুর রাজধানী লিমায় অবস্থানরত গভর্নর বিশ্বব্যাপী আর্থিক তথ্য সেবা প্রদানকারি প্রতিষ্ঠান ‘ইমার্জিং মার্কেট’কে এ কথা বলেন। আইএফসির তথ্যানুসারে এটা হবে বিশ্বের মুদ্রা বাজারে বাংলাদেশী টাকা রাখার ক্ষেত্রে প্রথম লেনদেনের উদ্যোগ।
ড. আতিউর বলেন, এর মাধ্যমে একদিকে যেমন বিনিয়োগের ভিত্তি প্রসারিত হবে, তেমনি তা অর্থনীতিও শক্তিশালী করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে গত সাড়ে ছয় বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়া খুবই ইতিবাচক। তিনি নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন।

Featured অর্থ বাণিজ্য