৫জি ইন্টানেটের গতি সর্বোচ্চ ৩.৬ জিবিপিএস!

৫জি ইন্টানেটের গতি সর্বোচ্চ ৩.৬ জিবিপিএস!

সম্প্রতি ৩.৬ জিবিপিএস গতির ৫জি ইন্টানেটের পরীক্ষা চালিয়েছে চীন ও জাপানের দুই a8wuahscaপ্রযুক্তি প্রতিষ্ঠান।
এই ২ টি প্রযুক্তি প্রতিষ্ঠানের ১ টি জাপানের মোবাইল নেটওয়ার্ক সেবা দেওয়া এনটিটি ডোকমো এবং অন্নটি চীনের মোবাইল ডিভাইস নির্মাতা হুয়াওয়ে অন্যটি ।
৪র্থ প্রজন্মের ফোরজি ইন্টারনেট চালু করেছে প্রযুক্তিতে উন্নত বিশ্বের কয়েকটি দেশ। তবে এরই মধ্যে পরবর্তী প্রজন্মের ইন্টারনেট নিয়ে কাজ করছে বিশ্বের অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান।
যৌথভাবে প্রতিষ্ঠান দুইটি ৫জি নেটওয়ার্কের ফিল্ড টেস্ট পরিচালনায় প্রথমবারেই ফলাফল এসেছে সেকেন্ডে ৩ দশমিক ৬ গিগাবাইটের ইন্টানেটের গতি।
সফলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান দুইটির গবেষকরা জানিয়েছেন অল্প সময়ের মধ্যেই পঞ্চম প্রজন্মের টেলিকমিউনিকেশনের গতির স্বাদ নিতে পারবেন সাধারণ মানুষ। ২০১৮ সালের আগেই গ্রাহক পর্যায়ে উচ্চ গতির ৫জি ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব বলে মনে করেন গবেষকরা।
সর্বোচ্চ ৩.৬ জিবিপিএস গতি এলেও ৫জি পরীক্ষায় ইন্টারনেটের গড় গতি ছিল সেকেন্ডে ১ দশমিক ৩৪ গিগাবাইট। তবে গবেষকরা বলছেন এই গতি ১০ জিবিপিএস পর্যন্ত করা সম্ভব।

Featured বিজ্ঞান প্রযুক্তি