নিলাম হবে না আইকন ক্রিকেটারদের

নিলাম হবে না আইকন ক্রিকেটারদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টে ক্রিকেটারদের নিলাম হবে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে। লটারীর মাধ্যমে অনুষ্ঠেয় এই নিলামে তোলা হবে না দেশীয় ছয় আইকন ক্রিকেটারকে। দল অনুযায়ী আইকন ক্রিকেটার ঠিক করে দিবে বিসিবি। নভেম্বরে শুরু হতে চলা বিপিএলের তৃতীয় আসরে অংশ নিবে ছয় দল।  efgdgfdg

বিসিবি সূত্রে জানা গেছে, ছয় আইকন ক্রিকেটার ঠিক হয়ে গেছে। তারা হচ্ছেন; মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। তাদের ছয় দলে ভাগ করে দেয়া হবে। দেশীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য থাকবে তাদের। ৩৫ লাখ টাকা পাবেন আইকন ক্যাটাগরির ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে বিসিবিই ঠিক করে দিবে কোন আইকন ক্রিকেটার, কোন দলে খেলবেন। সেটা প্লেয়ার্স বাই চয়েজ লটারী নিলামের আগেই চূড়ান্ত করা হবে। এর ফলে আইকন ক্রিকেটাররাও ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যুক্ত হয়ে নিজ দল গঠনের কাজ করতে পারবেন

গুঞ্জন আছে, সাকিব আল হাসান খেলবেন ঢাকা ডিনামাইটসের হয়ে। যদিও শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ঢাকার হয়ে খেললে সিলেটের হয়েও দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে দেখা যেতে পারে মাশরাফি বিন মর্তুজাকে। যার সম্ভাবনাও বেশ জোরালো। নিজ শহরের দল চট্টগ্রামের হয়েই খেলার কথা তামিম ইকবালের। একইভাবে নাসির হোসেন খেলতে পারেন রংপুরের হয়ে। আর মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হতে পারে বরিশাল দলে।

Featured খেলাধূলা